দেশজুড়ে

ফুলবাড়ীতে বেসিক সংস্থ্যার ক্ষুদ্রঋণ কার্যক্রমের শুভ উদ্ভোধন

মোঃ আফজাল হোসেন দিনাজপুর, প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার বেসিক কার্যালয়ে বেসিক সংস্থ্যার আয়োজনে ক্ষুদ্রঋণ কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর দুইটায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সিঙ্গার শোরুম এর দ্বিতীয়তলায় অবস্থিত বেসিক সংস্থ্যার ক্ষুদ্রঋণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন, প্রধান অতিথি হিসেবে ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিসার এসএম মনিরুজ্জামান।

উদ্ভোধন অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মোঃ মেজবাহুল রহমান, বেসিক সংস্থ্যার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। তিনি জানান, আমি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরীটি কর্তৃক সনদ প্রাপ্ত বেসিক সংস্থ্যার ক্ষুদ্রঋণ কার্যক্রম এর লাইসেন্স নংঃ ২০২১০০৩২৭, তারিখঃ ২২ শে ফেব্রæয়ারী ২০২২। লাইসেন্স পাওয়ার পর আমি এই প্রথম কার্যক্রম শুর করি। মোছাঃ মুন্নাকা বিবিকে ঋণ দিয়ে এর কার্যক্রম এর উদ্ভোধন করেন।

ঋণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, বেসিক সংস্থ্যার ম্যানেজার রবীন্দ্রনাথ রায়, মাঠ সংগঠক কিষ্টু টুডু, সুপার ভাইজার মমতা রাজবংশী, টিম লিডার রাজেন মার্ডী, কম্পিউটার প্রশিক্ষক লক্ষীরানী রায়সহ বেসিক সংস্থ্যার সকল কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

এই বিভাগের আরও সংবাদ