দেশজুড়ে

ফেরি সংকটে যানজট বাড়ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

গত দুই মাসেরও বেশি সময় ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের তিনটি রোরো ও একটি ইউটিলিটিসহ চারটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে থাকায় এ নৌরুটে ফেরি সংকট দেখা দিয়েছে। এ কারণে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে দৌলতদিয়া মহাসড়কে ফেরি পারের অপেক্ষায় যানজট লেগেই আছে।

রোববার সকালে দৌলতদিয়া ফেরিঘাট থেকে বাংলাদেশ হ্যাচারী ও গোয়ালন্দমোড় মহাসড়কে দেখা গেছে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায়।

এ রুটের ২১টি ফেরির মধ্যে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ৮টি রোরো ও ৮টি কে-টাইপ ও ইউটিলিটি ফেরি দিয়ে যানবাহন পারাপার সচল রয়েছে।

তবে মেরামতে থাকা ফেরিগুলো এ রুটে চলাচলে থাকলে যানজটের পরিমাণ কম হত বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে, রমজান উপলক্ষে গত কয়েকদিন ধরে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে পেঁয়াজ ও বিভিন্ন ধরনের ফলবাহী ট্রাকের চলাচল বেড়ে যাওয়ায় এবং মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিসি বাণিজ্য বিভাগের সহকারী ঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, রমজান উপলকে গত কয়েকদিন ধরে পেঁয়াজ ও ফলবাহী ট্রাকের চাপ বেশি। এছাড়া এ নৌরুটের ৪টি ফেরি বেশ কিছুদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। ফলে যানজট বেড়েছে।

এই নৌরুটে বর্তমানে ২১টি ফেরির স্থলে ১৬টি ফেরি চলাচল করছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button