ঈশ্বরদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে মারা গেছে ২ টি গরু ও ৩টি ছাগল

0
77

মামুনুর রহমান, জেলা প্রতিনিধি (পাবনা ): সোমবার (৪ মে) দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদীর মাজদিয়া ইসলামপাড়া এক বাড়ির গোয়ালে আগুন লেগে ২টি বড় গরু ও ৩টি ছাগল মারা গেছে। এছাড়া ১টি অর্ধ পুড়ে যাওয়া গরুকে আহত অবস্থায় উদ্ধার কর হয়।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে পুড়ে মারা যায় গরু ও ছাগলগুলো।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাঝদিয়া ইসলামপাড়া গ্রামের ট্রলি চালক মোঃ আব্দুল্লাহ (ঝন্টু)র বাড়ির গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো গোয়াল ঘর ও বাড়ির একাংশ আগুনে পুড়ে যায়। সে সময় গোয়ালে থাকা ২টি গরু ও ৩টি ছাগল সম্পূর্ণ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এতে ওই কৃষকের ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

Author