বাগেরহাটে হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার


সুব্র ঢালী, বাগেরহাট থেকেঃ বাগেরহাটের মোংলায় হাত-পা বাঁধা শাহারুল ইসলাম (২৮) নামের এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার কৃত যুবক শাহারুল ইসলাম বাগেরহাটের হরিণখানা গ্রামের তানজিলুর রহমানের পুত্র। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাম্মনমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদপাই এলাকার আলমগীর শেখ ওই যুবককে অচেতন আবস্থায় দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানান। পরে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার।
মোংলা সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল ও মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে হাত-পা ও মুখ বাধা রশি ও টেপ উদ্ধার করেন।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীম হোসেন জানান,আমাদের এখানে ভর্তি আছে। তার শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। আমরা অবজার ভিষনে রাখবো।