দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ এমন বিশ্ব গড়ি-অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার (২ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন-জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, নবজাগরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম।

স্বাগত বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিবন্ধীতার সার্বিক চিত্র তুলে ধরেন-জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম।

তিনি জানান, বর্তমানে জেলা ৩৩ হাজার ৫৫৬ জন প্রতিবন্ধী রয়েছেন। তাদের মধ্যে ৫৪০ জন অটিজম, ১৬ হাজার ৩৬০ জন শারীরিক, ৯১৫ জন দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত, ৫ হাজার ১৮৪ জন দৃষ্টি প্রতিবন্ধী, ২ হাজার ১৬৬ জন বাক প্রতিবন্ধী, ৩ হাজার ১৯৭ জন বুদ্ধি প্রতিবন্ধী, ৯৬৪ জন শ্রবণ প্রতিবন্ধী, ৮২ জন শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী, ২ হাজার ১৮ জন সেরিব্রালপালসি, ১ হাজার ৮১৪ জন বহুমাত্রিক, ডাউন নিড্রম ৫৯ জন এবং অন্যান্য ২৫৭জন প্রতিবন্ধী রয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা ফিরোজ কবির।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button