গোপালপুরের পৌর মেয়রের জমকালো জন্মদিন পালন


মো. নুর আলম, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানার ৫৮ তম জন্মদিন উপলক্ষে ফুলের শুভেচ্ছা কেক কর্তন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। জন্মদিনে পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা কে ফুলের শুভেচ্ছা ও বিভিন্ন ধরনের উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন শুভাকাঙ্ক্ষী ও তার ভক্তবৃন্দ।
গোপালপুর পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দের আয়োজনে (১ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায়, গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্স এর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুরে জাতীয় সংসদ সদস্য সদস্য এমপি ছোট মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর পৌরসভার প্যানেল কাউন্সিলর মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু সুভাষ কুন্ডু, বাস মিনিবাস মালিক সমিতির সিনিয়র সভাপতি মো. রফিকুল হক রফিক, যুবলীগের সভাপতি আরিফ ইসলাম তালুকদার আরিফ, আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।