দেশজুড়ে

ইয়াবাসহ বরিশালে মাদক কারবারি আটক

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আটককৃত ওই ব্যক্তির নাম মো. সিরাজুল ইসলাম চুনু সরদার (৪৫)। সে ঐ এলাকার মৃত ফজলুল হক সরদারের ছেলে।
শুক্রবার (১ এপ্রিল) রাতে গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানায় র‌্যাব-৮ এর মিডিয়া সেল।

র‌্যাব জানায়, উপজেলার কাসেমাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি চুনু সরদারকে তার নিজ বসত ঘর থেকে ২৫৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে ঐ এলাকায় মাদক কারবারি করে আসছে।

র‌্যাব-৮ সিপিএসসির ডিএডি জি এম আনসার আলী জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে গৌরনদী থানায় প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button