দেশজুড়ে

ধামরাইয়ে সংথ্যালঘু ও কৃষকদের বসতবাড়ি উচ্ছেদকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রনজিত কুমার পাল ( বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের জেলে,মাঝি ও কৃষকদের বসতবাড়ি থেকে উচ্ছেদ, কৃষি আবাদি জমব ধ্বংস এবং সংখ্যালঘু সম্প্রদায় ও কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (১ এপ্রিল -২০২২) বিকেলে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মামুরা এলাকায় মাখুলিয়া,মামুরা,বড় কুষিয়ারা,বাচনা সহ সাতটি গ্রামের অর্ধশতাধিক ভুক্তভোগী পরিবার এ’মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।

কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠন এর ব্যানারে আয়োজিত এ’।মানববন্ধন থেকে ওই এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা আকসির নগরের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহণকারী ভুক্তভোগী শতশত নারী- পুরুষ।

এ’সময় ভুক্তভোগী কৃষক ভজন রায় বলেন আমরা ভূমিদস্যু তৌহিদ দালানের অত্যাচারে ঘরবাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছি।সে আমাদের বড় কুষিয়ারা মৌজার আরএস দাগে ৬৬শতাংশ কৃষি জমিতে জোরপূর্বক বালু ভরাট করে আবাদি জমি নষ্ট করেছে। বাঁধা দেওয়ার কারণে সন্ত্রাসী দিয়ে ধরে নিয়ে পা ভেঙে দিয়েছে এছাড়াও আমার বিরুদ্ধে ১৭টি মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করেছে। আমাদের মাঝি সম্প্রদায়ের ৮০টি পরিবারকে উচ্ছেদ করে আকসির নগরের অফিস করা হয়েছে।

আরেক ভুক্তভোগী মনির হোসেন বলেন আমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে বসবাসের জন্য বড় কুষিয়ারা মৌজায় আরএস ৮৫ দাগে ৬ শতাংশ জমি কিনেছি।তৌহিদ ও তার সন্ত্রাসীরা আমার জমিতে জোরপূর্বক বালু ভরাট করেছে। আমি বাঁধা দিলে আমাকে মারধর করে সেইসাথে আমাকে এলাকা ছাড়ার হুমকি প্রদান করে।
ভুক্তভোগী সংখ্যালঘু মরন চন্দ্র রায় বলেন মাখুলিয়া মৌজায় ১১৪ শতাংশ জমির জায়গার মধ্যে অনেক গাছ ছিল তার মধ্য থেকে কমপক্ষে ২০টি গাছ কেটে নিয়ে গেছে এবং ১৫ শতাংশ জমির মাটি কেটে নিয়ে গেছে। এরপরও আমাকে তাদের অফিসে ডেকে নিয়ে আমার জমি দলিল করে দেওয়ার জন্য চাপ দিয়েছে। তা না দিলে জমিতে গেলে আমাকে জবাই করার হুমকি দেয়।

অপর ভুক্তভোগী আলেক মিয়ার ছেলে বলেন সাচনা মৌজার আরএস ২১৬ নং দাগের ১৯ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নিয়ে গেছে ভূমিদস্যু আকসির নগরের দালাল তৌহিদ।

এভাবে সংখ্যালঘু ও মুসলমানদের অন্তত দুই শতাধিক কৃষকের কয়েকশত বিঘা সম্পত্তি জবরদখল করে রেখেছে।

এছাড়াও সরকারি খাসজমি ও বনের জমির বিপুল সংখ্যক গাছ কেটে নিয়ে বিক্রি করে সেসব জায়গা জবরদখল করে রেখেছে।

কৃষকদের তিনটি ইরি ধানের প্রজেক্ট ধ্বংস করেছে,মসজিদ ও কবরস্হান ক্ষতিগ্রস্ত করে জমি জবরদখল করেছে।

ভুক্তভোগী বদরুল ইসলাম বলেন- আমাদের জমি জোরপূর্বক জবরদখল করে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও মারধর করেছে তৌহিদের সন্ত্রাসী বাহিনী।

আমরা এসব জানিয়ে থানার অভিযোগ করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করতো না। কিন্তু বর্তমানে ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান ও ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার আমাদের দুঃথ- দুর্দশার কথা শুনে আমাদের প্রতি দয়া করেছেন বিধায় এখন আমরা তাদের মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা পেয়েছি। তবে সন্ত্রাসীরা এখনও সাধারণ কৃষকদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এবং জমি বিক্রির জন্য চাপ দিচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন অবিলম্বে অবৈধ আকসির নগরের বালু ভরাট বন্ধ সহ তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্হা গ্রহণ করুন এবং যার যার জমি তাদের বুঝিয়ে দেওয়া হউক।
এ’সময় আকসির নগরের অফিসে গেলে কাউকে পাওয়া যায়নি। এমন কি তৌহিদ এর মুঠো ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এই বিভাগের আরও সংবাদ