দেশজুড়ে
গোবিন্দগঞ্জে ৩টি গাঁজার গাছসহ আটক ১


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩টি তাজা গাঁজার গাছসহ ১ জনকে আটক করেছে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যবৃন্দ। আটককৃত ব্যক্তি শাখাহার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সামসু উদ্দিনের ছেলে বাবু মিয়া (২৬)।
গাইবান্ধা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম (পিপিএম) নিদের্শে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন এর সার্বিক তত্বাবধানে এবং বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইন্সপেক্টর মিলন চ্যাটার্জীর সার্বিক সহযোগিতায় পুলিশ অফিসার এসআই জিয়াউর রহমান, এএসআই ইন্তিয়াজ আহমেদ ও সঙ্গীয় ফোর্স সোহাগ মিলন ও শামীম পারভেজ গাঁজার গাছসহ গাঁজা বিক্রেতা বাবু মিয়াকে আটক করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন জানান এ সংক্রান্ত মাদক আইনে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।