মুক্তিযোদ্ধার স্বীকৃতি চাওয়া মাগুরার ময়েনউদ্দিন আর নেই


মতিন রহমান, মাগুরা প্রতিনিধি : মৃত্যুর আগে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে যিনি রাষ্ট্রীয় স্বীকৃতির আশা করেছিলেন সেই ময়েনউদ্দিন মোল্যা (৮৭) মারা গেছেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাতে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ময়েনউদ্দিন মোল্যার ইচ্ছা ছিলো দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন সেই স্বীকৃতিটুকু পাওয়া। কিন্তু সেই ইচ্ছা বা আশায় তার ইতি হলো মৃত্যুর কাছে। ময়েনউদ্দিন মোল্যার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নারানদিয়া গ্রামে।
জানাগেছে, ১৯৭১ সালে উত্তাল সময়ে রনাঙ্গন কাঁপানো একজন বীরসেনা ছিলেন তিনি। দেশে যুদ্ধ চলাকালীন সময়ে বৃহত্তর যশোর জেলার পালবাড়ি রাস্তার মোড়, মাগুরার মহম্মদপুরের নহাটা জয়রামপুর ও মহম্মদপুরসহ আরো অনেক জায়গায় সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও তাঁর মৃত্যুর আগে মেলেনি মুক্তিযোদ্ধার কোনো স্বীকৃতি। পাননি কোনো সুযোগ সুবিধাও।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নহাটা ইউনিয়ন কমান্ড, মহম্মদপুর উপজেলা কমান্ড, মাগুরা জেলা কমান্ড কর্তৃক প্রত্যায়ন পত্র পেলেও পাননি মুক্তিযোদ্ধার স্বীকৃতি। প্রকৃত একজন মুক্তিযোদ্ধার যা যা থাকা দরকার সবই ছিলো তাঁর। তবুও মেলেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি।
ময়েনউদ্দিন মোল্যার ছেলে বাবু মোল্যা জানান, তার পিতার ইচ্ছা ছিলো তিনি মৃত্যুর আগে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া। কিন্তু তার পিতার সেই স্বপ্ন ও ইচ্ছা পূরণ হয়নি বলে দুঃখ প্রকাশ করেন। বাবু মোল্যা বলেন, তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে অনুপ্রাণিত হয়ে যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় মহম্মদপুরের স্বাধীনতা সংগ্রামের আঞ্চলিক অধিনায়ক বীরপ্রতীক গোলাম ইয়াকুব বাহিনীর অধিনে যুদ্ধ করেছিলেন বলেও জানান বাবু মোল্যা।
এবিষয়ে ময়েনউদ্দিন মোল্যার সহযোদ্ধা নহাটার ব্যাজড়া গ্রামের স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুস শুকুর মোল্যা জানান, ময়েনউদ্দিন সহ আরো অনেকের সঙ্গে একসাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ময়েনউদ্দিন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। কিন্তু মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ময়েনউদ্দিন। তবে মৃত্যুর আগে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।



