সিরাজগঞ্জে ছেলে হত্যার দায়ে বাবা গ্রেফতার

0
98

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকাসক্ত বাবা নিজের তিন মাসের ছেলে সন্তানকে আছড়ে ফেলে হত্যার অভিযোগে শিশুটির বাবা রঞ্জু মিয়াকে (২৫) আটক করেছে র‍্যাব।

মাদকাসক্ত বাবা রঞ্জু মিয়া সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। গত বুধবার (৩০ মার্চ) বিকেলে এই ঘটনাটি ঘটে। বুধবার রাত ১০ টার টিকে সলঙ্গা থানাধীন রামারচর গোজা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রায় ৩ বছর হলো রঞ্জু মিয়ার (২৫) সাথে একই ইউনিয়নের জয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই রঞ্জু যৌতুকের জন্য জান্নাতিকে চাপ দিতে থাকে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এক পর্যায়ে জান্নাতি বাবার বাড়ি চলে যায়। সেখানেই সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। দুই পরিবারের আলোচনায় গত ২৯ মার্চ বিকেলে শিশু সন্তানসহ জান্নাতিকে রঞ্জু বাড়ি নিয়ে আসে।

পরদিন বিকেলে শিশুকে ঘরে ঘুম পারিয়ে রেখে পারিবারিক কাজ করছিল জান্নাতি। এ সময় রঞ্জু মিয়া শিশু কন্যাকে কোলে নিয়ে মাটিতে আছাড় দিয়ে লাথি মারে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনার পর রঞ্জু মিয়া পলিয়ে যান। পরবর্তী সময়ে র‌্যাব-১২ বিষয়টি জানতে পারলে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সলঙ্গার রামারচর গোজা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রঞ্জু মিয়াকে আটক করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন।