রাম চরণ-জুনিয়র এনটিআরের পথেই হাঁটছেন আল্লু অর্জুন-ধানুশ


গত ২৫ মার্চ প্রায় ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রাম চরণ ও জুনিয়র এনটিআরের বিগ বাজেটের সিনেমা ‘আরআরআর’। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। সেই ঝড় থামতে না থামতেই শোনা যাচ্ছে নতুন খবর। এবার একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন আল্লু অর্জুন ও ধানুশ।
জানা গেছে, তারকাবহুল একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক কোরাতলা শিবা। সামাজিক সচেতনতামূলক গল্পের সেই সিনেমাটিতে একসঙ্গে পর্দা শেয়ার করবেন আল্লু অর্জুন ও ধানুশ। তবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নির্মাতারা। এমনকি সিনেমাটির নামও ঠিক হয়নি।
আল্লু অর্জুন অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। মুক্তির পর ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। মানুষের মুখে মুখে ছিল পুষ্পার ডায়ালগ। আল্লু অর্জুনের স্টাইল কপি করে রিল ভিডিও বানানো হয়েছে অহরহ। এতে আল্লুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা মান্দানা। সিনেমাটি পরিচালনা করেন সুকুমার।
এদিকে ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মারন’। কার্তিন নরেন পরিচালিত এ সিনেমা চলতি মাসে মুক্তি পায়। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন মালবিকা। বর্তমানে ধানুশের হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-‘দ্য গ্রে ম্যান’, ‘ভাথি’, ‘স্যার’ প্রভৃতি। সূত্র: টালিউড ডটনেট