দেশজুড়ে

নওগাঁয় ইজিবাইক সহ চোর চক্রের সদস্য আপন দু’ভাই আটক

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁয় ব্যাটারী চালিত চোরাই অটো চার্জার সহ আন্ত জেলা চোর চক্রের সক্রিয় সদস্য আপন দু’ভাই (চোরকে) আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর মহাদেবপুর থানাধীন নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ উত্তম কুমার বিস্বাস প্রতিবেদককে জানান, চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নগরপাড়া গ্রামের অটো-চার্জার চালক সানাউল্লার ছেলে সরোয়ার হোসেন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সারাদিন ভাড়া চালিয়ে রাতে বাসায় ফিরে তার অটো-চার্জারটি বাড়িতে নিরাপদে রেখে ঘুমিয়ে পড়েন এবং রাত ৩ টারদিকে ঘুম থেকে ওঠে দেখতে পান তার অটো-চার্জার নেই চুরি হয়েছে। সাথে সাথে সরোয়ার সহ তার স্বজনরা রাতেই মোটরসাইকেল যোগে অটো-চার্জারটি উদ্ধারের জন্য সড়ক ও মহা-সড়ক সহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকেন। এরি এক পর্যায়ে দু’জন ব্যাক্তি একটি অটো-চার্জার বিক্রির নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকায় আসলে তাদের কথা বার্তা ও চলাফেরা সন্দেহ জনক হওয়ায় স্থানিয়রা ঘটনাটি ফাঁড়ি পুলিশকে জানায়। খবর পেয়ে সাথে সাথে স্থানিয়দের সহযোগীতায় অটো-চার্জার সহ দু’জন ব্যাক্তিকে ফাঁড়ি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃত দু’জন স্বিকার করেন যে তারা তাদের নিজ গ্রাম থেকেই জৈনক সরোয়ার এর অটো-চার্জার টি চুরি করে নওগাঁতে বিক্রি করার জন্য এসেছেন।

ফাঁড়ি ইনচার্জ আরো জানান, এমন তথ্য পাওয়ার পরই উর্দ্ধতন কর্মকর্তার দিকনির্দেশনায় ঘটনাটি গোমস্তাপুর থানাকে অবগত করা হলে খবর পেয়ে অটো-বাইকের মালিক সরোয়ার গ্রামের লোকজন সহ ইতিমধ্যেই ফাঁড়িতে এসে অটো-বাইক সনাক্ত করেছেন এবং একই সাথে আটককৃত দু’ চোরকে সনাক্ত করে জানিয়েছেন যে, আটককৃতরা আপন দু ভাই। তারা আমাদের গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে রবিউল (৩৮) ও নবিউল (৩৫)। তবে ছোট ভাই নবিউল গ্রামে বসবাস করলেও তার বড় ভাই দীর্ঘ কয়েক বছর ধরে পার্শ্ববর্তী নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামে স্বপরিবারে বসবাস করেন।
সংবাদ সংগ্রহকালে বুধবার দিনগত রাত সারে ১১ টারদিকে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উত্তম কুমার বিস্বাস প্রতিবেদককে জানান, আরো পূর্বেই গোমস্তাপুর থানা থেকে পুলিশ টিম রওনা হয়েছেন, যেহতু চুরির ঘটনাস্থল গোমস্তাপুর থানা এরিয়ায় এজন্য গোমস্তাপুর থানা পুলিশ টিম আসলে উদ্ধারকৃত অটো চার্জার সহ আটককৃত দু’ চোরকে গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এব্যাপারে আইনানুগ পদক্ষেপ গোমস্তাপুর থানা পুলিশ গ্রহন করিবে বলেও জানান তিনি।

উল্লেখ্য- উত্তম কুমার বিস্বাস নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ হিসাবে যোগদানের পর থেকেই একের পর এক সফল অভিযান চালিয়ে যাচ্ছেন। তিনি মাত্র এক মাসেই ফাঁড়ি এলাকায় একের পর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ইতি মধ্যেই মাদক মামলা ৯ টি সহ ১১ জনকে আটক পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। এছাড়াও তিনি মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন।

এই বিভাগের আরও সংবাদ