খুলনার পাইকগাছা থেকে গাঁজার গাছসহ গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ,খুলনা প্রতিনিধি খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই মোঃ মনিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম খুলনা জেলার পাইকগাছা থানা এলাকায় মাদক উদ্ধার ও অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানাধীন মধুখালী গাজীবাড়ি মোঃ মন্টু বিশ্বাস (৪৮) এর বাড়ির আঙ্গিনায় গাঁজা গাছ চাষাবাদ করেছে মর্মে জানতে পারেন। তাৎক্ষণিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ২৯ মার্চ (মঙ্গলবার) বিকেল সোয়া পাঁচটার সময় মামলার ঘটনাস্থল পাইকগাছা থানাধীন মধুখালী গাজীবাড়ি মোঃ মন্টু বিশ্বাস (৪৮)এর বাড়ির আঙ্গীনা হতে আসামী- মোঃ মন্টু বিশ্বাস (৪৮), পিতা-মৃত আকবার বিশ্বাস, সাং-মধুখালী (গাজীবাড়ি), থানা-পাইকগাছা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশ।
আটককৃত আসামী মন্টু বিশ্বাসকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার চাষাবাদকৃত ৩ টি গাঁজা গাঁঁছ উদ্ধার করেন ডিবি টীম। উদ্ধারকৃত গাঁজা গাছের সর্বমোট ওজন ১কেজি ২’শ গ্রাম।
উক্ত গাঁজা গাছ উদ্ধার পূর্বক ২৯ মার্চ সন্ধ্যা পৌনে ছয়টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন ডিবি। উক্ত ঘটনায় আটক আসামির বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে যার নং- ২১, তারিখ- ২৯/০৩/২০২২ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৮ (ক)।
৩০ মার্চ বুধবার খুলনা জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করা হয়।