করোনায় মধ্যপ্রাচ্যের অবস্থা সংকটাপন্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
86

করোনায় মধ্যপ্রাচ্যের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর করোনার এই মহামারিতে মানবিক বিবেচনায় একে অপরের পাশে থাকার আহ্বান জানান সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধাণম গ্যব্রিয়াসাস। স্থানীয় সময় বুধবার জরুরি বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, করোনা ভাইরাস মানবজাতির জন্য একটি পরীক্ষা।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত প্রায় ৫২ হাজার। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৭৯ হাজার ৯৫৩ জন, প্রাণহানি ১ লাখ ৩০ হাজারের বেশি। আর বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ১ কোটি ৭ লাখ। মোট প্রাণহানি ৫ লাখ ১৮ হাজার।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৪ লাখ ৫৩ হাজার ৩৬৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৬০ হাজার ৭১৩ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ২৬ হাজার ৮৬৬ জন।