দেশজুড়ে
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোনছের আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোনছের আলী কামারজানি ইউনিয়নের গোঘাট (খানাবাড়ি) গ্রামের দাবারু শেখের ছেলে। এলাকাবাসী জানায়, সকালে মোনছের আলী বিদ্যুতের খুঁটি থেকে নিজ বসতঘরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন।
এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। কামারজানি ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।