দেশজুড়ে

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দ্র সূত্রধর (৩০) কে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের যুগ্ন জেলা ও দায়রা জজ তানভীর আহম্মেদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত গোপাল বেলকুচি উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়া গ্রামের মৃত হরিপদ সূত্রধরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গোপাল নিজ কারখানায় গোপনে অবৈধ দেশীয় আগ্নেয় অস্ত্রের বাট তৈরি করতেন। চরমপন্থী সর্বহারাসহ বিভিন্ন অপরাধীদের কাছে অর্থের বিনিময়ে এসব দেশীয় অস্ত্র বিক্রি করতেন গোপাল। ২০২০ সালের ২৮ আগষ্ট জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় গোপালকে গ্রেপ্তার করে উপ-পরিদর্শক নাজমুল ইসলাম। এ সময় তার কাছ থেকে কাঠের বাটসহ ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button