দেশজুড়ে

রামপালে পুকুর থেকে লোনা পানির কুমির উদ্ধার

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালের গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা গ্রামের ইস্রাফিলের বসতবাড়ির পুকুরে একটি কুমিরটি পাওয়া গেছে।এই পুকুর কৈচোর খালের সাথে সংযোগ রয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল পুকুরে ওজু করতে গিয়ে দেখেন, পুকুরে ভেসে আছে কুমিরটি।এরপর এলাকার লোকজন জাল দিয়ে ধরে করমজল ফরেষ্ট অফিসার মোঃ আজাদ কবিরকে খবর দেন। পরে তারা এসে নিয়ে জান।

এ বিষয়ে সুন্দরবন করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, কুমিরটি ৯ ফুট লম্বা এবং ১০ থেকে ১৫ বছর বয়স হতে পারে। এটা লোনা পানির কুমির, কুমিরটিকে সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button