দেশজুড়ে

মোহনপুরে শিশু সুরক্ষায় সামাজিক উদ্যোগে ফলদ বৃক্ষ রোপন

রিপন আলী রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুর উপজেলায় এসিডি এর আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় শিশু সুরক্ষায় সামাজিক উদ্যোগে আলোচনা সভা ও ফলদ বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার বেলা ১২ টার সময় বাকশিমইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল মোল্লা। এসিডি এর কো- অর্ডিনেটর আনোয়ার হোসেন অনুষ্ঠান পরিচালনা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মিজান, সহকারি শিক্ষক আব্দুস সবুর, রোকনজ্জামান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচনায় শিশু নির্যাতন, শিশু বিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন তৈরি করা এবং সামজিক উন্নয়ন মুলক কার্যক্রমে শিশু অংশগ্রহনের উপর গুরুত্বরাপ করা হয়। ফলদ বৃক্ষ রোপন কর্মসূচি উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়, গোছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কেশরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button