চাঁপাইনবাবগঞ্জে গাঁজা ও হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন (পৌরসভা) মাষ্টার পাড়ার ও শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে র্যাব-৫ পৃথক দুটি অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ৪০০ গ্রাম হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত আসামীরা হলেন ১কেজি গাঁজাসহ মোঃ আজম আলী (৩৫), পিতা- মোঃ আব্দুল কাইয়ুম, মাতা-মোছাঃ বেবিয়ারা বেগম, সাং-রামচন্দ্রপুর হঠাৎপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ও চারশত গ্রাম হেরোইনসহ মোঃ হাসান (২৩), পিতা-মৃত শফিকুল ইসলাম কালু, মাতা-মোছাঃ আলেয়া বেগম, সাং-বালুবাগান, ১৫ নং ওয়ার্ড (সদর পৌরসভা) থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
র্যাব-৫ বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৮ মার্চ ২০২২ ইং তারিখ রাত ৭ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্ব্বে্ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) গাঁজা-০১ কেজি (খ) মোবাইল-০১ টি (গ) সীমকার্ড-০২টি এবং (ঘ) মাদক বহনকারী ব্যাগ-০১টিসহ আসামী ১। মোঃ আজম আলী (৩৫), পিতা- মোঃ আব্দুল কাইয়ুম, মাতা-মোছাঃ বেবিয়ারা বেগম, সাং-রামচন্দ্রপুর হঠাৎপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ও অপর আরেকটি অপারেশন দল ২৮ মার্চ ২০২২ ইং তারিখ রাত ৯ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন (পৌরসভা) মাষ্টার পাড়াস্থ জনৈক মোঃ দুলাল এর মিম ফার্নিচার মার্ট এর দক্ষিন দিকে মিরের আমবাগানের ভিতরে আরএকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) হেরোইন-৪০০ (চারশত) গ্রামসহ আসামী ১। মোঃ হাসান (২৩), পিতা-মৃত শফিকুল ইসলাম কালু, মাতা-মোছাঃ আলেয়া বেগম, সাং-বালুবাগান, ১৫ নং ওয়ার্ড (সদর পৌরসভা) থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করে।
তাত্ক্ষণিক জিজ্ঞাসাবাদে তার দুই দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত গাঁজা ও হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তারা নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় দুটি মামলা রুজু কর হয়।