মির্জাগঞ্জে সরকারী জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

0
156

মোঃ রনি খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় বরিশাল সুবিদখালী বরগুনা মহাসড়কের পাশে সরকারী জমি দখল করে অবৈধ স্হাপনা নির্মাণ।

বৃহস্পতিবার (২ জুলাই) মহামারী করোনাভাইরাসের কারণে প্রশাসনসহ সাধারণ মানুষ আতঙ্কিত থাকলেও তার কোন প্রভাব পরেনি জমি দখলবাজদের ওপর বরং করোনাভাইরাসকে পুঁজি করে ওই প্রভাবশালী মহলটি সরকারী জমিতে পাকাস্থাপণা নির্মাণ,করার কাজে ব্যাস্ত সময় পার করছেন।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-বরিশাল বরগুনা মহাসড়কের মির্জাগঞ্জ উপজেলা সুবিদখালী ব্রীজের উওর পৃর্ব পাশে এই স্হাপনা নির্মাণ চলমান।

ভবন নির্মাণকারী মোঃ সামসুল আলম জানিয়েছেন মোঃ আনসার সিকদার একই এলাকার বাসিন্দা তার থেকে তারা পজিশন ক্রয় করে ভবন নির্মান উত্তোলনের কাজ করেছেন ও জদি সরকারী জমিতে ভবন পরে তাহলে আমরা ছেরে দিতে বাধ্য থাকিব।

এ বিষয়ে সড়ক ও যোগাযোগ অধিদপ্তরের সার্ভেয়ার মোঃ আনোয়ার হোসেন,এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিকাল ৫. ঘটিকায় ঘটনাস্হলে উপস্থিত হয়ে সাংবাদিকদের যানান ভবন করা জমিটি কিছু অংশ সরকারী জমিতে আছে বলে এবং প্রতিটি অভিযোগের খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।