ধামরাইয়ে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার


ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলার ধামরাই উপজেলার চর সঙ্গুর এলাকা থেকে সাগর (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। অপর দিকে ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকায় মায়ের দোয়া হোটেলের সামনে থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ মার্চ-২০২২) ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চর সঙ্গুর এলাকা হইতে বেলা এগারটার দিকে তার বাড়ির কাছে ডুমুর গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম সাগর (২৪)। সে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার লাঙ্গলিয়া গ্রামের মোঃ তাছের মিয়ার ছেলে।
জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সে বেশ কিছু দিন যাবত চিন্তিত ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সৎ মায়ের সাথে স্বর্ণের চেইন হারানো কে কেন্দ্র করে ঝগড়া করে সাগর আত্মহত্যা করে থাকতে পারে।
সকালে এলাকাবাসি গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় ডুমুর গাছ থেকে লাশটি উদ্ধার করে।
এ’বিষয়ে ধামরাই থানার উপ পরিদর্শক (এস আই) মোঃ বদিউজ্জামান জানায়, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করি, বিভিন্ন অভিযোগ থাকায় ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ধামরাই থানার উপ পরিদর্শক ( এস আই) মোঃ নজরুল ইসলাম জানায়, আমি ডিউটি অবস্থায় খবর পেলাম ঢাকা আরিচা মহাসড়কের পাশে মায়ের দোয়া হোটেলের সামনে এক ব্যক্তির লাশ পরে আছে। কিন্তু লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই।পোস্ট মর্টেনের জন্য রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।



