দেশজুড়ে

গবেষণা ও দক্ষতার উন্নয়নই টেকসই উন্নয়নের পূর্বশর্ত: রবি ভিসি

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গবেষণা ও দক্ষতার উন্নয়নই টেকসই উন্নয়নের পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) ড. মোঃ শাহ্ আজম।

আজ সকাল ১১ টায় জুম অ্যাপে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্স অন বিজনেস ম্যানেজমেন্ট, ম্যাক্রো ইকোনমিক এপ্লিকেশনস এ্যান্ড ইন্টারপ্রেনারশিপ প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গবেষণা ও দক্ষতার উন্নয়নই টেকসই উন্নয়নের পূর্বশর্ত। উদ্যোক্তা সৃষ্টি, প্রতিকূল পরিস্থিতিতে ব্যবসায়িক পরিকল্পনাসমূহ বাস্তবায়ন এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নে দরকার মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তিনি গবেষণাকে কার্যকর করতে গবেষণার নৈতিকতা, যৌক্তিকতা এবং বিশ্বাসযোগ্যতার ওপর গুরুত্ব প্রদানেও দৃষ্টি দেওয়ার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান।

এসময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের সমাপনীর মাসে এমন আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর বক্তব্য শেষ করেন।

উল্লেখ্য কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মেজবাহ উদ্দিন, চেয়ারম্যান বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এবং টেকনো ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম সেন গুপ্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button