দেশজুড়ে

শ্রীমঙ্গলে ২০০ পিছ ইয়াবাসহ ডিবির হাতে গ্রেফতার কারবারি

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করার লক্ষে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান এর পরিচালনায় মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযান পরিচালনাকালে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়।

রবিবার (২৭শে মার্চ) রাতে শ্রীমঙ্গল পৌরসভার ৬নং ওয়ার্ডের সোনার বাংলা রোডস্থ জনৈক খোকন মিয়ার বসত ঘরের সামনে রাস্তা থেকে মাদক কারবারি মোঃ ফাহিম হোসেন (২২), পিতা: মোঃ মকবুল হোসেন, মাতা: মোছা: ফাইমা বেগম, স্থায়ী ঠিকানা হাজিভিলা (কলেজ রোড, ৩নং শ্রীমঙ্গল ইউডিপ), থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার, বর্তমান ঠিকানা সোনার বাংলা রোড (৬নং ওয়ার্ড, শ্রীমঙ্গল পৌরসভা), থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজারকে ২০০ (দুইশত) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় জেলা গোয়েন্দা শাখার দায়িত্বশীল কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button