ইশানের তাণ্ডবে মুম্বাই ইন্ডিয়ান্সের বড় সংগ্রহ

0
106

ভালো শুরু এনে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। আর পুরো ইনিংসের দায়িত্ব নিলেন আরেক ওপেনার ইশান কিশান। দুজনের ব্যাটে ভর করেই ১৭৭ রানের বড় সংগ্রহ পেলো মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ জিততে ১৭৮ রান করতে হবে দিল্লি ক্যাপিট্যালসকে।

মুম্বাই ব্রাবোর্ন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৬৭ রান যোগ করেন রোহিত ও ইশান। কুলদ্বীপ যাদবের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হওয়ার আগে ৩২ বলে ৪ চার ও ২ ছয়ের মারে ৪১ রান করেন মুম্বাই অধিনায়ক।

এরপর বাকি ইনিংস যেনো একাই টেনে নেন ইশান। মাঝে আনমোলপ্রিত সিং ৯ বলে ৮, তিলক ভার্মা ১৫ বলে ২২, কাইরন পোলার্ড ৬ বলে ৩ ও টিম ডেভিড করেন ৮ বলে ১২ রান। আরেক বিদেশি ড্যানিয়েল স্যামস ২ বল খেলে এক ছয়ের মারে করেন ৭ রান।

অন্যদিকে শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৪৮ বলে ১১ চার ও ২ ছয়ের মারে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইশান কিশান। এটি তার আইপিএল ক্যারিয়ারের ১১তম ফিফটি। ইশানের তাণ্ডবের দিন ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন কুলদ্বীপ। এছাড়া খলিল আহমেদের শিকার ২ উইকেট।