হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক স্মৃতি দাবা টূর্নামেন্ট আনুষ্ঠিত


পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক কমান্ডার স্মৃতি দাবা টূর্নামেন্ট আনুষ্ঠিত হয়েছে।
ররিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সবুজ সংঘের আয়োজনে হাতীবান্ধা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উক্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপত্বিতে টূর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ে সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান। এ সময় দাবা টূর্নামেন্টর শুভ উদ্বোধন করেন হাতীবান্ধা উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।
এ সমায় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জায়া তৌফিকা হাসনিন রুনু, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম পল্লব, দাবা টূর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক ওয়াহিদ মুরাদ লোটাস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের হাতীবান্ধা উপজেলা আহবায়ক রোকোনুজ্জামান সোহেল প্রমুখ।