শেকলে বাঁধা নীলফামারীর আনোয়ারের জীবন


মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: কিশোর ছেলেটির হাতে বাঁধা লোহার শেকল। খুঁটির সঙ্গে পশুর মতো বেঁধে রাখা হয়েছে আনোয়ার’কে (২২)। একই বৃত্তে ঘুরতে থাকে বার বার। এভাবেই জীবনের ৫টি বছর কেটে গেছে ওর।
আপাত নির্মম দৃশ্যটি যে কাউকেই ব্যথিত করবে। অমানবিক কাণ্ড ভেবে কেউ বা প্রতিবাদও করে উঠবেন। কিন্তু আনোয়ারের হতদরিদ্র পরিবারের পক্ষে এ ছাড়া আর কিছু করার নেই।
টাকার অভাবে মানসিক ভারসাম্যহীন ছেলেটির চিকিৎসা করাতে পারেননি বাবা মজিবর রহমান (৬৫)। সন্তানটি যাতে হারিয়ে না যায়, সেই কারণে শেকল দিয়ে তাকে বেঁধে রাখার চেষ্টা।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার উত্তর তীতপাড়া গিয়ে দেখা যায়, একটি ঘরের ভেতর খুঁটি ব্যবহার করে শেকলে বেঁধে রাখা হয়েছে আনোয়ারকে।
“বাবা গো আমার ছেলেটারে ভালো করাতে চাই। সে যেন ভালো থাকে। আর ঘরে শেকলে বেঁধে রাখতে চাই না। আমরা আর কদিন বাঁচমু। কে দেখবে ওকে। কী হবে তখন ওর।” এভাবেই হাউমাউ করে কেঁদে সন্তানের জন্য আকুতি জানাচ্ছিলেন মা আনোয়ারা বেগম (৬০)।
পরিবারের তিন সদস্যের মধ্যে ছেলে আনোয়ারের পাশাপাশি বাবা মজিবর রহমানও অসুস্থ দীর্ঘদিন ধরে। লাঠিতে ভর করে চলাফেরা করেন কোনোভাবে। আর মা একমাত্র সুস্থ ব্যক্তি। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী। দুটি গরু ও দুটি ছাগল লালন-পালন করে সংসার চালাতে হয় তাঁকে।
বাবা মজিবর রহমান বলেন, আমার দিন শেষ। চলতে পারি না, হাঁটতে পারি না। বাঁধা থাকলেও ওর কাছে যেতে পারি না। আমি ওকে সামলাতে পারি না। সে তো স্বাভাবিক মানুষ নয়। আমরা মরে গেলে সে কীভাবে থাকবে। কী করবে! সরকারের কাছে অনুরোধ জানাই তাকে যেন সুস্থ করে তোলার উদ্যোগ নেয়।
মা আনোয়ারা বেগম বলেন, আনোয়ার’কে পাঁচ বছর ধরে ঘরের ভেতর শেকলে বেঁধে রাখতে হচ্ছে। চকিতে (বিছানা) থাকে না। বালিশ নেয় না, রাতেও ঘুমায় না। রাতের বেলায়ও উঠে উঠে তাকে দেখি। ভোরে উঠে দরজা খুলে দেই। কি যে কষ্ট করে দিন কাটাচ্ছি আল্লাহ মাবুদেই জানেন।
স্থানীয়রা জানান, আগে কয়েকবার নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়। ভারত সীমান্ত পর্যন্ত গিয়েছিল। মাইকিং করে তার সন্ধান পাওয়া যায়। ছোটবেলা থেকে বোঝা যায়নি। যখন ১০-১২ বছর বয়স হলো তখন থেকে তার অস্বাভাবিকতা বাড়তে থাকে। পাঁচ-ছয় বছর আগে যখন ওর পাগলামি বেড়ে যায়, তখন ওর মা শেকল দিয়ে বেঁধে রাখা শুরু করল। তা ছাড়া কোনো উপায়ও নেই। বেঁধে না রাখলে কোথায় যাবে, কী করবে। কাকে মারধর করবে। বিভিন্ন জিনিস নষ্ট করবে। দেখার তো মানুষ নাই। এজন্য এখন ঘরে বেঁধে রাখে ওর মা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুন নাহার নূরী বলেন, ছেলেটি প্রতিবন্ধী এবং তার বাবা বয়স্ক ভাতা পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তর থেকে। অত্যন্ত অমানবিক একটি ঘটনা ঘরে শেকলে বাঁধার বিষয়টি।
এ ব্যাপারে ডিমলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। ৫ বছর ধরে ছেলেটি শেকলে বাঁধা অবস্থায় রয়েছে এটা খুবই দুঃখজনক। আমি খোঁজ নিয়ে অবশ্যই তার চিকিৎসার ব্যবস্থা করবো।