মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


তৌকির আহাম্মেদ হাসু: জামালপুরের সরিষাবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভাটারা ইউনিয়নের জুলারখুপী ডি জে এস আইডিয়াল স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার(২৬মার্চ)বিকাল সাড়ে ৩ টায় ডি জে এস আইডিয়ার স্কুল মাঠে আলোর দিশারী বয়েজ ক্লাব বনাম ডি জে এস আইডিয়াল স্কুল দুই দলের মধ্যে প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।,
প্রীতি ফুটবল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি ও ডি জে এস আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন,খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ সাধন ও শরীর গঠনের উপর গুরুত্ব আরোপ করে আগামীতে এই মাঠে বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজনে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বীমা কর্মকর্তা আতিকুর রহমান রিপন,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও আলোর দিশারী বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু,৪নং ওয়ার্ড মেম্বার ও আলোর দিশারী বয়েজ ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সমাজ সেবক ফজলুল হক,বেলাল হোসেন,ধারাভাষ্যে ছিলেন মহিষাভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রফিক