ধামরাইয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মশতবার্ষিকী উপলক্ষে এক বিশাল ফুটবল টুর্ণামেনৃট-২০২২ এর আয়োজন করা হয়েছে। জমকালো এ’ টুর্ণামেন্টের আয়োজন করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শামীম খান।
শুক্রবার (২৫শে মার্চ-২০২২ খ্রীস্টাব্দ) বিকাল ৩টায় ধামরাই উপজেলার পশ্চিম সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল গনি সুমন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাওলীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ রাসেল মোল্লা। টূর্ণামেন্টে অংশ নেন ইন্দরা ক্রীড়াচক্র ও পশ্চিম সূত্রাপুর মিলন সংঘ ফুটবল একাদশ।
এ’খেলায় চারজন নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড় অংশ গ্রহণ করে সেই সাথে দেশীয় প্রতিভাবান খেলোয়াড়গন অংশ নেন। খেলা শেষে টুর্নামেন্টের ফাইনাল বিজয়ী দল ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।



