দেশজুড়ে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফ ও বিজিবি’র মধ্যে মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পক্ষান্তরে বিএসেফের পক্ষ থেকে বিজিবিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শুণ্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হিলি কম্পানি কমান্ডার দেভেন্দর সিং এর হাতে মিষ্টির প্যাকেট তুলেদেন হিলি সিপি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার ইয়াসিন আলী। এসময় উভয় বাহিনীর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ইয়াসিন আলী জানান, উভয় দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস গুলোতে একে-অপরের সাথে মিষ্টি বিনিময়য়ের রেয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছে। এতে করে উভয় বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ-নিজ দায়িত্ব পালন করা সহজ হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button