রামগঞ্জে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


পারভেজ হোসাইন, রামগঞ্জ: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ২৬ মার্চ (শনিবার) স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ মির্জা।
এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ডাঃ মাঈনউদ্দিন মানিক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ্ আলম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, ইউপি সদস্য ইব্রাহিম খলিল ইবু, যুবলীগ নেতা আরমান হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদ রিফাত সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।