বাগেরহাটের রামপালে মহান বিজয় দিবস উদযাপন


সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে ৷ দিবসটি উপলক্ষ্যে শনিবার (২৬ মার্চ) সকালে বিভিন্ন সরকারী বেসরকারী সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে রামপাল কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ৷
এরপর রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, পুরস্কার বিতরণ, বীর মুক্তিযুদ্ধাএবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা শেষে রামপাল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন , ভাইস-চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দীপু,রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, প্রকৌশলী মেঃ গোলজার হোসেন, পিআইও মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মতিউর রহমান, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল প্রমুখ ৷