দেশজুড়ে

শ্রীনগরে বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মুন্সীগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর একটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শুক্রবার বিকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারের ভিক্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন, আব্দুল কাইয়ুম, তপন শেখ, তোফায়েল আহমেদ ও আক্কাস মদবরসহ বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button