দেশজুড়ে

নাগরপুরে সদর ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়ন পরিষদ থেকে পবিত্র রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে। প্রায় ২৫০ পরিবারের মাঝে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়।

এতে স্থানীয় জনসাধারণের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। শুক্রবার (২৫ মার্চ) দুয়াজানি ৩ নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী নিজে উপস্থিত থেকে নিজস্ব তত্ত¡াবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই টিসিবি’র পণ্য বিতরণ করেছে।

টিসিবি’র পণ্য বিতরণ প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। আমরা সুষ্ঠ সুন্দর ভাবে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে টিসিবি’র পণ্য বিতরণ করছি। পর্যায়ক্রমে নাগরপুরের সকল ওয়ার্ডে এই পণ্য বিতরণ করা হবে।

এদিকে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম তদারকিতে সরাসরি উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া সহ বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মী বৃন্দরা। উল্লেখ্য, নাগরপুর উপজেলায় সকল ইউনিয়নে প্রায় ১৬ হাজার ৪২৯ পরিবার দুই ধাপে ভর্তুকি মূল্যে তেল, চিনি, মশুর ডাল, ছোলা ও পিঁয়াজ পাবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button