দেশজুড়ে

গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বালু উত্তোলনে কারাদন্ড ও জরিমানা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাতিয়াদহ (বোয়ালিয়া) এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাপূর্বক বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী স্থানীয় বালু ব্যবসায়ী ফিরোজ কবীরকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমানা,জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, এক্সাভেটর এর মালিক মোঃ ইউসুফকে ৩ লক্ষ টাকা জরিমানা এবং ট্রাক ম্যানেজার সুজন প্রধানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মালিক না থাকায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রাকের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button