শ্রীনগরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২


আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের উত্তরগাঁও থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল রুসদী গ্রামের কুদ্দুস শেখের ছেলে মাদক সেবী সুমন শেখ (৩২) ও উত্তরগাঁও গ্রামের মৃত লালমুদ্দিন ছেলে মাদক কারবারি মো. খোকন সরদার (৫৫)। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে মোট ২ কেজি ১০ গ্রাম গাজা ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেট।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২ টার দিকে রুসদী এলাকায় সুমনকে তল্লাশী করে গাঁজা পায় পুলিশ। সুমনের দেওয়া তথ্যমতে শ্রীনগর থানার এসআই জাকির এলাকার গণ্যমান্য লোকজন নিয়ে রাত সোয়া ১ টার দিকে উত্তরগাঁও গ্রামে খোকনের বাড়িতে তল্লাশী চালিয়ে ২ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খোকন সরদার এলাকার চিহ্নিত মাদক কারবারি।
এ ব্যাপারে শ্রীনগর থানার এসআই মো. জাকির জানান, সন্দেহ হলে সুমনকে তল্লশী করে কিছু গাঁজা পাই। পরে তার দেওয়া তথ্যমতের ভিক্তিতে খোকন সরদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় খোকন তার বসত ঘরে গাঁজা ও ইয়াবা বিক্রির জন্য প্যাকেট করছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। মুন্সীগঞ্জ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।