বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু


সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ- বাগেরহাটের মোল্লাহাটে গাড়ি চাপায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের কাহালপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। উপজেলার কাহালপুর গ্রামের মোঃ শহিদুল মোল্লার পুত্র তাহাজিব মোল্লা (৫)।
স্থানীয়রা জানায়, তাহাজিব মোল্লা সন্ধ্যায় বাড়ি থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিল। এ সময় খুলনা-মাওয়া মহাসড়কের কাহালপুর মধ্যপাড়া এলাকায় রাস্তা পারা-পারের সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান জানান, কাহালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু কি গাড়ীতে তাকে চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি।