কালিহাতীতে এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

0
82

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার এক স্বাস্থ্য কর্মী (আয়া)এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বয়স-(৩৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান।

তিনি জানান, গত ৪ মে বাংড়া ইউনিয়নের বিল পালিমা গ্রামের এক ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিস সংক্রান্ত বিষয় নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তিনদিন ভর্তি থাকার পর অবস্থার উন্নতি হলে গত ৬ মে বাড়িতে চলে যায়। ভর্তি থাকাকালীন সময়ে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে গত ৭ মে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

তিনদিন ভর্তি থাকাকালীন সময়ে তার চিকিৎসা সেবায় নিয়োজিত ওই স্বাস্থ্য কর্মী (আয়া)সহ গত ৮ মে ৫ জন ডাক্তার, ১০জন নার্স, ৬ জন ওয়ার্ড বয়সহ মোট ১৯ জনের নমুনা ঢাকার আইপিএইচএ পাঠানো হয়। এর মধ্যে আজ (১০ মে) সকালে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সের ওই স্বাস্থ্য কর্মীর(আয়া) নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

এ নিয়ে এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। আক্রান্ত ওই স্বাস্থ্য কর্মী (আয়া)হাসপাতাল কোয়ার্টারে থাকায় ওই কোয়ার্টার লকডাউন করে দেওয়া হয়েছে এবং তাকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।

এছাড়াও ওই ১৯ জন ব্যতীত স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্টাফদের গতকাল (৯ মে) নমুনা সংগ্রহ করে ঢাকার আইপিএইচএ পাঠানো হয়েছে।

Author