দেশজুড়ে

ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নে ফ্যামেলি কার্ডে ৬৫০ পরিবার পেল টিসিবির পণ্য

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশনায় সারাদেশে এক কোটি স্বল্পআয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি’র মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক তারই ধারাবাহিকতায় ঢাকা জেলার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদে
৬৫০ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ মার্চ-২০২২) সকাল ১১ টায় ঢাকা জেলার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদে ৬৫০ পরিবারের মাঝে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। পণ্য বিতরণের পূর্বেই নিম্ন আয়ের সাধারণ মানুষের ভিড় জমে যায়।

এ’সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ তিনি মোবাইল এর মাধ্যমে সকলকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আওলাদ হোসেন, ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন সুলতানা, ধামরাই থানার এএসআই আশরাফুল ইসলাম, সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার বিএসসি, সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজল হক।

এ’সময় উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল করিম সেন্টু, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মালেক, এছাড়াও উপস্থিত ছিলেন আমান উল্লা আমান, ফরিদ হোসেন, জুয়েল রানা,সহ আরো উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button