২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১৯ জন শনাক্ত,মারা গেছেন ৩৮ জন

0
92

করোনাভাইরাস বা কোভিড-১৯ এ বাংলাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। এছাড়া গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৯২৬ জন।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যে তথ্য জানানো হয়েছিল তাতে দেখা যায়, বুধবার পর্যন্ত দেশে সর্বশেষ আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৭৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। এছাড়া গেল ২৪ ঘণ্টায় মারা গিয়েছিল আরও ৪১ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১ হাজার ৮৮৮ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়।

ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

অন্যদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। এছাড়া মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ক্রমেই বাড়ছে এ ভাইরাসের প্রাদুর্ভাব।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটওয়ার্ল্ডো মিটারের সবশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ৯১২ জনে। এছাড়া মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ৩১৫ জন।

২ জুলাই (বৃহস্পতিবার) এর আপডেট:

গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত ৪০১৯ ১৫৩২৭৭
মৃ্ত্যু ৩৮ ১৯২৬
সুস্থ ৪৩৩৪ ৬৬৪৪২
পরীক্ষা ১৮৩৬২ ৮০২৬৯৭
নমুনা সংগ্রহ ১৭৯৪৭