দেশজুড়ে

মানিকগঞ্জে ধান ক্ষেত থেকে ইউপি সদস্যের লাশ উদ্ধার

মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : ২৪ মার্চ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের এক ধানক্ষেত থেকে ফরহাদ হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, লাশের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ফরহাদ হোসেন উপজেলার পাতিলাপাড়া গ্রামের মৃত দারোগালীর ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় মামলা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button