শ্রীনগরে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি


আরিফুল ইসলাম শ্যামল: “বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে” শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশ্ব যক্ষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তোহা মো. শাকিলের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শংকর কুমার পাল, ডাঃ প্রহলাদ কুমার বর্মণ, এম টি ল্যাব আবু সায়েম, জসীমউদ্দিন, টিএসসিএ সাইদুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল কুদ্দুস, হিসাব রক্ষক খাইরুল বাশার প্রমুখ। এ সময় ব্রাক ও নতুন দিন এনজিও’র সংশ্লিষ্ট কর্মী ও স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সগণ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে দিবসটি উদযাপন উপলক্ষে একটি র্যালি বের করা হয়।