দেশজুড়ে
রাজারহাটে হেলমেট বিহীন মোটর সাইকেল অভিযান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বুধবার বিকেলে রাজারহাট থানা পুলিশ হেলমেট বিহীন মোটর সাইকেল অভিযান পরিচালনা করেছে । থানা অফিসার ইনচার্জ রাজু সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা সদরের শান্তি নগর ও কলেজ মোড়ে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত দু’ঘন্টা ব্যাপী অভিযানে হেলমেট বিহীন ১৫টি মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়।
রংপুর বিভাগীয় পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী রাজারহাট সহ কুড়িগ্রামের সকল থানা পুলিশ বুধবার একযোগে এই অভিযান পরিচালনা করেন বলে জানা যায়। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার সকল মোটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহারের আহবান জানান।