রানীশংকৈলে জাতীয় পার্টির মানববন্ধন ও প্রতিবাদ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তায় জাতীয় পার্টির আয়োজনে দ্রব্যমূল্য লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) কেন্দ্রীয় কমিটির নির্দেশে মানববন্ধন ও প্রতিবাদ পালিত হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ হাফিজ উদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলার সহ-সভাপতি খায়রুল আলম চৌধুরী, উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের,যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, পৌর সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী প্রমূখ।
এছাড়াও জাতীয় যুব সংহতির সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি গফুর আলী,সাধারণ সম্পাদক ইসহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ সহ জাতীয় পার্টির বিভিন্ন পদে থাকা নেতা কর্মী বৃন্দ জাতীয় মহিলা পার্টি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, শ্রমিক পার্টি উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘চাল-ডাল, তৈল, চিনি, গ্যাস, বিদ্যুৎ, ঔষধ ইত্যাদির দ্রব্যমূল্য লাগামহীন বেড়ে চলছে। শীঘ্রই এসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। নইলে আমরা জাতীয় পার্টি আরো কঠোর আন্দোলনে নামবো।’