কুষ্টিয়ায় মা ইলিশ রক্ষায় শিলাইদহে জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

0
96

রেজা আহাম্মেদ জয়ঃ কুষ্টিয়ার পদ্মা নদীতে ডিম ফোটাতে আগত মা ইলিশ রক্ষায় জেলেদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

বৃহষ্পতিবার সকালে কুমারখালী উপজেলার পদ্মা তীরবর্তী ১নং কয়া ইউনিয়ন ও ২নং শিলাইদহ পরিষদে মৎস বিভাগের তালিকাভুক্ত এসব জেলেদের খাদ্য সহায়তা দেয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন এবং সালাহ উদ্দিন তারেক, মৎস কর্মকর্তা গৌতম কুমার রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মী।

তালিকাভুক্ত ২শ ৬৮ জেলে পরিবারকে এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে জানায় উপজেলা মৎস বিভাগ। উল্লেখ্য, করোনা মহামারীতে বেশিরভাগ মানুষ অসহায় ভাবে দিনযাপন করছে। অনেকের ঘরে চাল নেই, অনেকে না খেয়ে দিন পার করছে, তাদের ঘরে খাবার না থাকায় কয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শিলাইদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানুষের মাঝে খাদ্য সহায়তা দেন। খাদ্য বিতরণ কালে সকলকে দুরত্ব বজায় রেখে সরকারি বিধি নিষেধ মেনে চলার আহব্বান করেন।