দেশজুড়ে

মাগুরায় মহম্মদপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত

মতিন রহমান, মাগুরা সংবাদদাতা : মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) বিকালে মাগুরা শহরের জামরুল তলায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোঃ ইউনূস শেখকে আহবায়ক করে মোট ৪১ জন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, উপজেলা আওয়ামীলীগ নেতা, কামরুল ইসলাম, ইদুল শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে মাগুরা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ দাউদ জোয়াদ্দারের উপস্থিতিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক আলমগীর কবির সোহেল। এসময় জেলা ও উপজেলার আওয়ামী মৎস্যজীবী লীগ সহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button