টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0
100
ফাইল ছবি

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সেঞ্চুরিয়নে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টস জিতে সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও আগের ‍দুই ম্যাচে টস জিতেছিলেন তামিম ইকবাল। আর টানা দুই ম্যাচেই আগে ব্যাট করেছিল টিম টাইগার্স। সেঞ্চুরিয়নে ৭ উইকেটে ৩১৪ রানের বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তবে জোহানেসবার্গে ব্যাটিং বিপর্যয়, ১৯৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে ৩৮ রানের জয় পায় তামিমের দল। মুদ্রার উল্টো পিঠ দেখে জোহানেসবার্গে, দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় প্রোটিয়ারা।

এ ম্যাচে বাংলাদেশের জন্য ভাইটাল পয়েন্ট হতে পারেন কুইন্টন ডি কক। তার দারুণ শুরুতেই বাংলাদেশের জোহানেসবার্গ জয় করা হয়নি। এই মাঠেও ডি ককের ব্যাটিং গড় ৭০-এর বেশি।