আন্তর্জাতিক

হিলারি ক্লিনটন করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মৃদু উপসর্গ রয়েছে। খবর বিবিসির। ৭৪ বছর বয়সী এই সাবেক ফার্স্ট লেডি টুইটারে লেখেন, গুরুতর অসুস্থতার বিরুদ্ধে সুরক্ষা টিকা নিতে পারায় আমি কৃতজ্ঞ। যদি আপনি ইতোমধ্যে না নিয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে টিকা ও বুস্টার নিন।

হিলারি জানান, তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং তিনি ভালো আছেন। তাদের পরিবার পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কোয়ারেন্টিনে থাকবেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন ডেমোক্রেট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button