জেদ্দা থেকে দেশে ফিরেছেন ৪১৬জন বাংলাদেশী

0
76

এস,এম,মনির হোসেন জীবন : বিশ্বব্যাপী করোনাভাইরাস (কভিড-১৯) বৈশ্বিক মহামারীতে কারফিউ ও লকডাউনের কারণে সৌদি আরবের জেদ্দায় আটকে পড়া ৪১৬ বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন।
বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আজ বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরে কর্মরত এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান,সৌদি আরবের জেদ্দা ফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরেছেন। তাদের প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আজ এবিষয়ে জানতে বাংলাদেশ বিমানের ডিজিএম ও (জনসংযোগ) কর্মকর্তা তাহেরা খন্দকারের সাথে মেঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।