দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আজ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোঃ ইসহাক,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সেই ইসলামিক ফাউন্ডেশনের আজ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালীর ও খতমে কুরআনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ মার্চ) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাঙ্গন থেকে এ র্যালী শুরু হয়। এর আগে ইসলামিক ফাউন্ডেশনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কুরআন খতম দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ফখরুল ইমাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ইসলামিক ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ শাখার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ।